গড়াই নদী থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন

কুষ্টিয়া প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০২২, ১১:৩৯ এএম
ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলার কুমারখালি উপজেলার কয়া ফুলতলা গড়াই নদী থেকে ইজারা ছাড়াই অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটের পার্শ্ববর্তী এলাকা। ভাঙ্গনের আতঙ্কে এলাকাবাসী।

সরেজমিনে যেয়ে দেখা যায়, কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের ফুলতলা নামক স্থান থেকে 

গড়াই নদী থেকে ইজারা ছাড়াই অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন একই এলাকার আক্তার, আনিচ সহ বিএনপি ও যুবলীগের কয়েকজন স্থানীয় প্রভাবশালী নেতা। ফুলতলা ঘাট থেকে প্রতিদিন কয়েকশ'টি ট্রাক্টর, ড্রাম ট্রাক, টলি ও অবৈধ লাটাহামবা  দিয়ে বালু পরিবহন করা হয়। প্রতিটি ট্রাক্টর প্রতিদিন কয়েকবার করে বালু নিয়ে যায়। অন্যসময় বিএনপি আওয়ামীলীগ দ্বন্দ থাকলেও অবৈধভাবে বালু উত্তোলনের সময় যেন বিএনপি-আওয়ামীলীগ এক। সরোজমিনে বালির টাকা নেওয়া রশিদের ছবি তুলতে গেলে বাধা দেয় সেখানকার কয়েকজন যুবক। নাম প্রকাশ না করার শর্তে বালি টাকা আদায় কারী এক যুবক জানান এই ঘাট থেকে বালু উত্তোলন করছে আক্তার। আপনারা তার সাথে গিয়ে কথা বলেন। তবে এই ঘাট থেকে প্রতিদিন সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে বলেও দাবি সচেতন মহলের।

বালি উত্তোলনের বিষয় জানতে আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমিও শুনেছি। সেখানে ইউনিয়ন ভূমি অফিসারকে পাঠিয়েছিলাম। তখন কাউকে পাওয়া যায়নি। এই অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/এসএস