নেত্রকোণার সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী জব্দ

নেত্রকোণা প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২২, ০৩:৩৮ পিএম
ছবিঃ আগামীনিউজ

নেত্রকোণাঃ বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণার ব্যাটালিয়ন (৩১বিজিবি)-এর চৌকস ও সাহসী জোয়ানগণ দূর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বারমারী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫লক্ষ ৯৬হাজার ৫শত টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া মঙ্গলবার রাত ৮টার সময় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের কাছে লিখিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জেলার দূর্গাপুর উপজেলার সীমান্তে দূর্গাপুর সদর ইউনিয়নে বারমারী বিওপি’র এগারো সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ মেইন পিলার ১১৬২ হতে আনুমানিক দুইশত গজ বাংলাদেশের অভ্যন্তরে বারমারী নামক স্থানে নিজস্ব গোয়ান্দা তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

অধিনায়ক আরও জানান- এসময় বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় বেনারসি শাড়ি-১৮০ পিস এবং কাতান শাড়ি-১৯৯ পিস জব্দ করে। যার মূল্য প্রায় পনের লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান- জব্দকৃত এ সকল মালামাল নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।

আগামীনিউজ/নাসির