মাদকসহ দুই মাদককারবারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২২, ০৫:২৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের পাগলারতল মন্দিরের পাশে মাদক সেবনের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সেবনের উপকরণসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পাশ্ববর্তী সর্বানন্দ ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে ইউনুছ আলী (৪২) ও মৃত বাচ্চা মিয়ার ছেলে আনারুল ইসলাম (৪১)।

এদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও দুইশ টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। 

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও মাদক সেবনের উপকরণ আগুনে ভষ্মিভূত করা হয়। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

আগামীনিউজ/এসএস