গোবিন্দগঞ্জে বিবাদ মেটাতে  গিয়ে আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি জানুয়ারি ২২, ২০২২, ০৫:২৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগাাগাড়ামারা গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের বিবাদ মেটাতে গিয়ে ওই গ্রামের বাসিন্দা দুই আইনজীবিসহ আহত ছয়জনের মধ্যে একজন মারা গেছেন। শুক্রবার রাত ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার শিকার এ্যাডভোকেট মো. সাজু মিয়ার পিতা হাফিজার রহমান (৭০) মারা যান। 

স্থানীয় গ্রামবাসী ও মৃতের স্বজনরা জানান, ঘুগাাগাড়ামারা গ্রামের জবেদ আলীর ছেলে আব্দুস ছাত্তার ও মৃত বাবলু মিয়ার ছেলে নাজমুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি ছাত্তার মিয়া খুঁটি দিয়ে তার জমির সীমানা নির্ধারণ করেন। এই খুঁটি প্রতিপক্ষ নাজমুল ইসলাম উপড়ে ফেলেন। এরপর মামলা হলে আদালত উভয়পক্ষকেই জমিতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ নিয়ে দু’পক্ষের ঝগড়া বিবাদ শুরু হলে তার প্রতিবেশী মৃত মছির উদ্দিনের ছেলে হাফিজার রহমান ও তার ছেলে গাইবান্ধা বার এসোসিয়েশনের আইনজীবি এ্যাড. সাজু মিয়া এবং এ্যাড. আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। এ সময় নাজমুল ইসলামসহ তার লোকজন তাদের উপর হামলা চালায়। এতে দুই আইনজীবিসহ ছয়জন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করান। এর মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হাফিজার রহমান ও ছেলে এ্যাড. সাজু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমান মারা যান। 

তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় অভিযুক্ত নাজমুলের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে তারা। 

শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় সাহা, ওসি ইজার উদ্দিনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আগামীনিউজ/শরিফ