গাজীপুরঃ শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর দক্ষিণ পাড়া গ্রামে সরকারি খাস জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। এছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চলে সরকারি খাস জমি ও বনবিভাগের জমি থেকে মাটি কেটে নেওয়ার পাশাপাশি গভীর গর্ত করেছে।এতে করে সরকারি জমি হাতছাড়া ও বেদখল হওয়ার পাশাপাশি কৃষি জমি ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গাজীপুর এলাকায় খাস জমি থেকে মাটি কেটে নিচ্ছে স্থানীয় হোসেন বেপারী ও তার সহযোগী খালেক এবং রাশেদ। মাটি ট্রাক দিয়ে অন্যত্র বিক্রি করে লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েছে সড়কে চলাচলকারী যানবাহনসহ পথচারীরা। ধুলো, বালি উড়ে যাচ্ছে বাসাবাড়িতে এতে বিভিন্ন রোগের প্রভাব দেখা গেছে।
জানতে চাইলে হোসেন বেপারী ও তার ছেলে শামসুল জানান, আমরা অনেক পূর্ব থেকে খাস জমি দখল করে মালিক হয়েছি। এলাকার সবাই খাস জমিতে থাকে তাঁরাও মাটি বিক্রি করেছে।
এ বিষয়ে গুরুত্বের সাথে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার।
আগামীনিউজ/বুরহান