চট্টগ্রামে ১০৪ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০২২, ০৯:৪২ এএম
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সে হিসাবে দৈনিক শনাক্তের হার ৫.৮৯ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ৮৮ জন নগরের এবং ১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৩ হাজার ৮৪ জনে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩৪ জনের। এর মধ্যে ৭২৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

এর আগে নতুন বছরের প্রথম দিন গত শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৯ জন। এরপর রোববার ১৬ জন, সোমবার ২৩ জন, মঙ্গলবার ৩৫, বুধবার ৫৩, বৃহস্পতিবার ৫৩ ও শুক্রবার ৮২, শনিবার ৭৬ ও সবশেষ রোববার নগরীতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০৪ জন।

আগামীনিউজ/নাসির