ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২২, ০৪:৪২ পিএম
ছবিঃ আগামীনিউজ

কুড়িগ্রামঃ উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় ফুলবাড়ীতে জন জীবনে নেমে এসেছে দুর্ভোগ। আকাশে ঘন মেঘে সুর্য ঢেকে থাকায় দিনের বেশীরভাগ সময় প্রাকৃতিক উষ্ণতাও পাচ্ছে না মানুষজন। প্রচন্ড ঠান্ডায় গরু ছাগলসহ  বিভিন্ন গবাদি পশুরাও পড়েছে কষ্টে। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষসহ সকল অসহায় মানুষের। খরকুটো জলিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন তারা। রাস্তায় বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে দেখা গেছে।এদিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডা জনিত কারণে ডায়রিয়া নিউমোনিয়া ও সর্দি জ্বরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু রোগীর সংখ্যা।

জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা একটু বাড়লেও উত্তরের হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

আগামীনিউজ/নাসির