রাজীবপুরে ও রৌমারীতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২২, ০৪:২৫ পিএম
ফাইল ছবি

কুড়িগ্রামঃ জেলার রাজীবপুর  উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে রাজীবপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিরন মোঃ ইলিয়াস(ঘোড়া) , কোদালকাটি ইউনিয়নে হুমায়ুন কবীর ছক্কু (নৌকা) ও মোহনগঞ্জ ইউনিয়নে আনোয়ার হোসেন(লাঙ্গল) জয়লাভ করেছে। 

উপজেলার ৩ টি ইউনিয়নের দুটি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা হেরেছে।
 
রাজীবপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিরন মোঃ ইলিয়াস ঘোড়া প্রতীক নিয়ে ৮৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়।

কোদালকাটি ইউনিয়নে আ'লীগের হুমায়ুন কবীর ছক্কু নৌকা প্রতীক নিয়ে ৪১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়।

মোহনগঞ্জ ইউনিয়নে আনোয়ার হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ৪৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়। 

রাজীবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাইফুর রহমান ফলাফলের সত্যতা নিশ্চিত করেন। 

রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে নজরুল ইসলাম(নৌকা),যাদুর চর ইউনিয়নে সরবেশ আলী(ঘোড়া) ও রৌমারী সদর ইউনিয়নে আঃ রাজ্জাক (ঘোড়া) বিজয়ী হয়েছেন।

রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন। 

৫ জানুয়ারী অনুষ্ঠিত রাজীবপুর ও  রৌমারী উপজেলার ৬ টি ইউপি নির্বাচনে মাত্র দুটিতে নৌকা প্রাতীকের প্রার্থী বিজয়ী হয়েছে।চারটি ইউনিয়নে হেরেছে নৌকার প্রার্থীরা।

আগামীনিউজ/নাসির