বান্দরবানে তিন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ১, স্বতন্ত্র ২

বান্দরবান প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২২, ১০:০৯ পিএম
ছবিঃ সংগৃহীত

বান্দরবানঃ জেলায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৩ টি ইউনিয়নে ভোট গ্রহনে সম্পন্ন হয়েছে। এতে কুহালং ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী ১জন, সুয়ালক ইউনিয়নে ১জন ও টংকাবতী ইউনিয়নে ১জন জয় লাভ করেন।

বিজয়ীরা হলেন, ২নং কুহালং ইউনিয়নে নৌকা প্রার্থীর মংপু মারমা, ৪নং সুয়ালক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উক্যনু মারমা ও  ৫নং টংকাবতী  ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর মাওয়ং মুরুং জয়লাভ করেন। 

নির্বাচন সূত্রে জানা যায়, ২নং কুহালং ইউনিয়নে নৌকা প্রতিকের মংপু মারমা তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ১শত ২৪টি এবং প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন আনারস প্রতীকের স্বতন্ত্র ক্যচিংঅং মারমা তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৩ শত ৭৭। তবে ১ হাজার ৭শত ৪৭ ভোটের ব্যবধানে নৌকা প্রার্থীর জয়লাভ করেন।

পাশাপাশি ৪নং সুয়ালক ইউনিয়নে নৌকা প্রতীকের মংমংনু মারমা তিনি ভোট পেয়েছেন ২হাজার ৮ শত ৩৯ ভোট প্রতিন্দন্দ্বীতা ছিলেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উক্যনু মারমা তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩শত ৯২ ভোট। তবে ৫শত ৫৩ ভোটের ব্যবধানে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থীর উক্যনু মারমা জয়লাভ করেন।

অন্যদিকে ৫নং টংকাবতী ইউনিয়নে নৌকা প্রতীকের প্লুকান ম্রো তিনি ভোট পেয়েছেন  ৮ শত ৯২ ভোট প্রতিন্দন্দ্বীতা ছিলেন মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওয়ং মুরু তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ১ শত ৪০ ভোট। তবে ২ হাজার ২শত ৪৮ভোটের ব্যবধানে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থীর মাওয়ং ম্রো জয়লাভ করেন।

সদর উপজেলা ৩টি ইউ‌নিয়নের বেশ ক‌য়েক‌টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গে‌ছে, ভোটাররা সবাই শা‌ন্তি পূর্ণভা‌বে লাই‌নে দাঁড়িয়ে তা‌দের ভোট প্রদান ক‌রছে। প্রতিবা‌রের মতো সদর উপজেলায় ৩ টি ইউ‌নিয়‌নের ভোট কে‌ন্দ্রেও পুরুষের চেয়ে ম‌হিলা ভোটা‌রের উপ‌স্থি‌তি বে‌শি ছিলো। তবে ৩টি ইউ‌নিয়‌নের কোথাও কোন অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

এইদিকে  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে দিনব্যাপী ভোট গ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে । নির্বাচনী এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিতে , বিজিবি, পুলিশ ও বিপুল পরিমাণ আইনশৃংখলা বাহিনী মোতায়েন ও টহলে ছিল । এছাড়াও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচনী এলাকায় ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনের দ্বায়িত্ব ছিলেন।

উল্লেখ্য, ইউপি নির্বাচনে কুহালং, টংকাবতি ও সুয়ালকসহ তিনটি ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। তবে তিনটি ইউনিয়নে মোট ভোটারে  সংখ্যা ছিল ২০হাজার ১৫ জন, তারমধ্যে পুরুষ ভোটার ছিল ১০ হাজার ১শত ৯৭জন ও মহিলা ভোটার ছিল ৯ হাজার ৮শত ১৮ জন।

আগামীনিউজ/নাসির