চিরিরবন্দরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি 

দিনাজপুর  প্রতিনিধি  জানুয়ারি ৫, ২০২২, ১০:০৩ পিএম
ফাইল ছবি

দিনাজপুরঃ জেলার চিরিরবন্দরে পঞ্চম ধাপের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকার ভরাডুবি।  

আজ বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে ৪টা থেকে শান্তি পূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। ভোট গ্রহন শেষে বেসরকারি ফলাফলে উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মার্কা নৌকা ৪, বিএনপি ৪, সতন্ত্র ৩ ও আওয়ামী বিদ্রোহী ১ জন জয় লাভ করে। 

১২টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে নির্বাচিতঃ

চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১ নং ইউপি অটোরিকশা প্রতীকে আব্দুল ওহাব মাষ্টার, ২ নং ইউপি আনারস প্রতীকে মো এনামুল হক  শাহ, ৩ নং ইউপি নৌকা প্রতীকে নুর মোহাম্মদ লুনার, ৪ নং ইউপি নৌকা প্রতীকে আবু হায়দার লিটন, ৫ নং ইউপি আনারস প্রতীকে ময়েজ উদ্দিন শাহ, ৬ নং ইউপি মোটরসাইকেল প্রতীকে ইকবাল কাজী, ৭ নং ইউপি মোটরসাইকেল প্রতীকে আঃ রহিম, ৮ নং ইউপি নৌকা প্রতীকে সন্তোষ কুমার রায়, ৯ নং ইউপি চশমা প্রতীকে আব্দুর রাজ্জাক শাহ, ১০নং ইউপি নৌকা প্রতীকে  নুর এ কামাল, ১১ নং ইউপি আনারস প্রতীকে আজগর আলী, ১২ নং ইউপি আনারস প্রতীকে তাজ উদ্দিন শাহ। 

আগামীনিউজ/নাসির