ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২২, ১১:০৮ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঘন কুয়াশার কার‌ণে দে‌শের দ‌ক্ষিণ-প‌শ্চিমাঞ্চ‌লের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে প‌রি‌চিত দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ব‌্যাহত হ‌চ্ছে ফে‌রি চলাচল। মঙ্গলবার সকালে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকাল ৯টা ৫ মি‌নি‌টে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গে‌লে এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়া‌তে এরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইড‌ব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এদি‌কে কিছু সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পা‌রের অপেক্ষায় দৌলত‌দিয়া প্রা‌ন্তের সড়‌কে সি‌রিয়া‌লে আটকা প‌ড়ে‌ যাত্রীবা‌হী বাস, ছোট গা‌ড়ি, পণ্যবা‌হী ট্রাকসহ প্রায় তি‌ন শতা‌ধিক যানবাহন। এ সময় তীব্র শী‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ন চালক ও যাত্রীরা।

বিআইড‌ব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক জালাল উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ৯টা ৫ মি‌নি‌টের দিক থে‌কে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ফে‌রি চলাচল স্বাভা‌বিক থাক‌লে দ্রুত সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপও ক‌মে আস‌বে। বর্তমা‌নে এরু‌টে ১৫টি ফে‌রি চলাচল কর‌ছে।

আগামীনিউজ/নাসির