গোবিন্দগঞ্জে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০২১, ০৩:৫৬ পিএম
প্রকৌশলী বিশ্বজিৎ সরকার

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে পৌর শহরের চাষকপাড়া মহল্লার একটি বাসা থেকে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারি প্রকৌশলী বিশ্বজিৎ সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে পুলিশ ওই বাসা থেকে  লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, বরেন্দ্র সেচ প্রকল্পে কর্মরত সহকারি প্রকৌশলী বিশ্বজিৎ সরকার চাকুরীর কারণে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানেরসার্থক ভিলা নামে বহুতল ভবনের নিচতলায় ব্যাচেলর হিসেবে দীর্ঘদিন যাবত ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে বাড়ীর মালিক মোস্তাফিজুর রহমান তার ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরদিনও তার ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করেও কোন সাড়া পাওয়া যায়নি। পরে বাসার বেলকুনি হয়ে পেছনের দরজা দিয়ে দেখার চেষ্টা করলে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

বিষয়টি পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে বিশ্বজিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। নিহত প্রকৌশলী রাজশাহীর তনোর উপজেলার লালপুর ইউনিয়নের আড়াদিঘী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারি প্রকৌশলী হিসেবে গোবিন্দগঞ্জ জোনে কর্মরত ছিলেন। তবে তার এমন মৃত্যুর প্রকৃত কারণ কেউ জানাতে পারেনি। অনেকেই ধারণা করছেন পারিবারিক কোন কারণে তিনি আত্নহত্যা করে থাকতে পারেন। 

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্বজিৎ সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ/এসএস