স্বাধীনতা ও উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ডিসেম্বর ২৯, ২০২১, ০৬:৩৯ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ'লীগ মনোনীত আব্দুর রশিদ মঞ্জুর নৌকা প্রতিকের পক্ষে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে সাহারপুকুর বাজারে অনুষ্ঠিত ওই প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে উপজেলা আ'লীগ সভাপতি আমিনুর রহমান বলেন, দেশের স্বাধীনতা রক্ষা এবং চলমান উন্নয়ন ধরে রাখতে নৌকা প্রতিকের বিকল্প নাই। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যান্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

উন্নয়নের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর যোগসূত্র তৈরি করতে আ'লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন নৌকা প্রতিকের প্রার্থী আব্দুর রশিদ মঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নারায়ন চন্দ্র মন্ডল লালু, সাবেক যুগ্মসম্পাদক নজরুল ইসলাম মোল্লা, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম পলাশ।

আগামীনিউজ/ হাসান