রংপুরঃ জেলার মিঠাপুকুর উপজেলায় সংরক্ষিত বন এলাকায় স্থাপিত অবৈধ করাতকলে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৭ টি করাতকলের মালামাল জব্দ ও করাতকল মালিকদের জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বনবিভাগ ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
এ সময় করাতকলের সরঞ্জামাদি জব্দ করা হয় এবং ৭ টি করাতকল বন্ধ করে দেয়া হয়। এছাড়া ৭ টি করাতকল মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীনিউজ/এসএস