শ্রীপুরে বিজয়ের মাসে আনুষ্ঠানিকভাবে অশ্লীল নৃত্য!

গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ২৮, ২০২১, ০৬:০৩ পিএম
ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার ধনুয়া উত্তরপাড়া এলাকার মোইজাবাইদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাটমিন্টন টুনার্মেন্ট ফাইনাল খেলায় অশ্লীল (অর্ধ নগ্ননৃত্য) অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় মেম্বার প্রার্থী রোমাজুল ইসলাম। খেলার পরবর্তী সময় সন্ধ্যা থেকেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যরাত পর্যন্ত চলে এ নৃত্য। এরকম অশ্লীল নৃত্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মন্তব্য হয়েছে অহরহ। ছবিতে দেখা যায়, মঞ্চে অর্ধনগ্ন হয়ে নাচানাচি করছে মেয়ে, পিছনে দাঁড়িয়ে আছে ছোট ছোট শিশু বাচ্চারা।

টি.আই সানি নামক ফেসবুক আইডির পোস্টের কমেন্টে মকবুল হোসেনের মন্তব্য 'এসব অপসংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ ব্যবস্থা চরম হুমকির মুখে' এমদাদুল হকের মন্তব্য ' কিছু নাদান এর পৃষ্ঠপোষক' শফিকুল ইসলাম ভুঁইয়ার মন্তব্য 'সাংস্কৃতির নামে অপসংস্কৃতি, মানুষকে দিনকে দিন অমানুষে রুপান্তরিত করার চেষ্টা' তাজুল ইসলামের মন্তব্য লানত তাদের উপর যারা এর আয়োজক! ধ্বংস হোক তারা যারা এর অর্থ দাতা' হোসাইন ফারুকের মন্তব্য 'এটা কোথায় হল? এর আয়োজক কারা? সমাজকে নস্ট করার মুল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। এমন আরোও অনেক মন্তব্য ফেসবুক জুড়ে।

এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজন কমিটির পক্ষ থেকে কাউকে পাওয়া যায়নি। 

শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বলেন, এরকম নৃত্যের খবর পেলে আমরা ব্যবস্থা নিবো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, অনুষ্ঠানের কোন অনুমতি আমাদের কাছ থেকে নেয়নি। সমাজের এসব নোংরা কাজের বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/ হাসান