ঝালকাঠি: ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হতে আত্মীয় স্বজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি।
সোমবার বিকাল সাড়ে তিনটা থেকে ঝালকাঠি পৌর মিনিপার্কে ক্যাম্প স্থাপন করে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয় । প্রথমে নমুনা প্রদান করেন লঞ্চ দুর্ঘটনায় নিখোজ তাসলিমার ছোট ভাই মো: জনি (৩২)। একই দুর্ঘটনায় নিখোজ হয় জনির ছেলে জুনায়েদ (৮) ও দুই ভাগ্নি সুমাইয়া (১৬) ও তানিয়া (১১)।
ঝালকাঠি সিআইডির সহকারী পুলিশ সুপার অরিত সরকার জানান, ঝালকাঠির কোনলোকজন লঞ্চের যাত্রী ছিল না, তারপরও বরগুনার নিখোজদের স্বল্প সংখ্যাক আত্মীয় স্বজন ঝালকাঠিতে থাকতে পারে তাদের সুবিধার জন্য এখানে নমুনা সংগ্রহ করা হচ্ছে । যতদিন প্রয়োজন ক্যাম্প চালু লাখা হবে।
আগামীনিউজ/এসএস