ইউপি নির্বাচন: দিনাজপুরে ১০টিতে নৌকা, ১১টিতে স্বতন্ত্র বিজয়ী

দিনাজপুর প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০২১, ০২:৫১ পিএম
ছবি: আগামী নিউজ

দিনাজপুর: জেলার তিন উপজেলায় (কাহারোল, বীরগঞ্জ ও খানসামা) মোট ২১টি ইউ পির নির্বাচনি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত   ১০টি, বিদ্রোহী ১ ও বিএনপি সমর্থিত সতন্ত্র ৬ এবং অন্যান্য ৪টিতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বীরগঞ্জ উপজেলায় মোট নয়টি ইউপি নির্বাচনের আওয়ামী লীগ ৫টি, আওয়ামী লীগ বিদ্রোহী ১টি, বিএনপি সমর্থিত  ২টি ও স্বতন্ত্র ১টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৯টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন ১নং শিবরামপুর ইউপি সত্যজিৎ রায় কার্তিক (নৌকা), ২নং পলাশবাড়ী ইউপি মানিক (নৌকা), ৩নং শতগ্রাম ইউপি মতিউর রহমান (নৌকা), ৪ নং পাল্টাপুর ইউপি তোহিদুল ইসলাম (মোটরসাইকেল), ৫ন়ং সুজালপুর ইউপি নুরুল মাস্টার (আনারস), ৭নং মোহাম্মদপুর ইউপি গোপাল চন্দ্র দেব শর্মা(ঘোড়া), ৯নং সাতোর ইউপি জাকির হোসেন রানা (নৌকা), ১০নং মোহনপুর ইউপি শাহীন চৌধুরী (আনারস), ১১নং মরিচা ইউপি হেলাল চৌধুরী (নৌকা)

খানসামা উপজেলার ছয়টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ১, বিএনপি ৪ ও স্বতন্ত্র ১ জন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।খানসামার ছয়টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ীরা হলেন, আলোকঝাড়ি ইউনিয়নে স্বতন্ত্র সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান (আনারস), ভেড়ভেড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপির রিয়াজুল ইসলাম বাবুল (টেলিফোন), আঙ্গারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা), খামারপাড়া ইউনিয়নে স্বতন্ত্র বিএনপির আবু বক্কর সিদ্দিক চৌধুরী (মোটরসাইকেল), ভাবকি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপির রবিউল আলম তুহিন (আনারস), গোয়ালডিহি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপির ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন (চশমা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কাহারোল উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রার্থী ৪ জন। স্বতন্ত্র প্রার্থী ২ জনকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

আগামীনিউজ/ হাসান