হবিগঞ্জ: জেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারো বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ডিআইজি মো. আসাদুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, উদ্যানের ভেতর থেকে এখন পর্যন্ত ১৫টি মর্টার শেল ও চারটি বাক্স ভর্তি গুলি উদ্ধার করা হয়েছে।
আসাদুজ্জামান আরও বলেন, ‘রাত ৩টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অভিযানে শুরু হয়। এখনও একটি জায়গায় অভিযান চলছে। সেখানেও অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে।’ এর আগে চলতি বছরের ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি কামান বিধ্বংসী রকেট শেল উদ্ধারের কথা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, ছয়টি মেশিনগান , একটি বেটাগান, একটি অটোরাইফেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি করে র্যাব।
এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত র্যাব, বিজিবি ও কাউন্টার টেররিজম ইউনিটের অভিযান চলমান ছিল।
আগামীনিউজ/ হাসান