সুগন্ধ্যা নদীতে লাশের সন্ধ্যানে  ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড

ঝালকাঠি প্রতিনিধি ডিসেম্বর ২৫, ২০২১, ০৮:০৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঝালকাঠিঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান এ আগুন লেগে ৩৯ লাশ উদ্ধারের পর আরও লাশের সন্ধ্যানে শনিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা। তবে বিকাল তিনটা পর্যন্ত কোন লাশ উদ্ধারের খবর পাওয়া যায়নি । নিখোঁজদের স্বজনদের দাবি কমপক্ষে শতাধিক মানুষ নদীতে লাফিয়ে এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন স্বজনরা। কেউ আবার ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারো হাতে নিখোঁজদের ছবি। তা নিয়ে নদী তীরের বাসিন্দাদের দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। কেউ আবার সুগন্ধ্যা নদী তীরের মিনিপার্ক, ডিসিপার্ক, লঞ্চঘাট এবং ঘটনাস্থল দিয়াকুল এলাকায় ঘুরছেন। অন্তত নিখোঁজ স্বজনদের মৃতদেহ যেন বাড়ি নিয়ে যেতে পারেন, সেই অপেক্ষায় আছেন স্বজনরা।

এদিকে সকাল ৮টা থেকে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং কোস্ট গার্ডের একটি টিম  লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেন। নদীতে লাফিয়ে নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন  বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন, যেহেতু কতজন মানুষ নিখোজ আছে আমরা তা সঠিকভাবে জানি না, তাই নিখোজদের মৃতদেহ উদ্ধারে আরও দুতিনদিন অভিযান চলবে । ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের পাশাপাশি প্রশাসন, পুলিশ এবং স্থানীয় মানুষজনও নদীতে অনুস্ধ্যান চালাচ্ছে । এদিকে শনিবার সকাল দশটার দিকে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব তোফায়েল হাসানের নেতৃত্বে  নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ৭ সদস্যের তদন্ত দল  ঝালকাঠির লঞ্চঘাট এলায় এসে আগুনে পুরে যাওয়া লঞ্চটি পরিদর্শন করেন। লঞ্চের ইঞ্জিন রুমসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন  তারা । তদন্ত কমিটির সঙ্গে ছিলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী   মো. শাহজাহান খান (এমপি)।

শাহজাহান খান বলেন,  লঞ্চ দুর্ঘটনার কারন উদঘাটন এবং দোষিদের চিহ্নিত করতে তিনটি তদন্ত কমিটি গঠন হয়েছে। এদের রির্পোট অনুযায়ে আমরা বুঝতে পারব দুর্ঘটনার আসল কারন। যারা এর জন্য দায়ি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি, ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি লঞ্চটি পরিদর্শন করেছে । দুর্ঘটনার তিনদিন অতিবাহিত হলেও লঞ্চ মালিক বা লঞ্চ মালিক সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন বা ক্ষতিগ্রস্থদের সাথে কোন যোগাযোগ করেনি ।

সর্বশেষ উদ্ধার অভিযান সম্পর্কে জেলা প্রশাসক মোঃ জোহর আলী শনিবার সন্ধ্যায় জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড নিহতদের লাশের সন্ধ্যানে সুগন্ধ্যা বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে । কিন্তু মৃতদেহ পাওয়া যায়নি । রাতের বেলা তল্লাশী অভিযান বন্ধ থাকবে রবিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে ।

আগামীনিউজ/এসএস