মোংলায় বড়দিন উদযাপনে উপমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি ডিসেম্বর ২৫, ২০২১, ০৪:৪৮ পিএম
ছবি: আগামী নিউজ

বাগেরহাট: শান্তি ও কল্যাণের বানী নিয়ে যথাযথভাবে যিশুর আগমনী দিন উদযাপন করেছে বাগেরহাট জেলার মোংলার খ্রিস্টান সম্প্রদায়। 

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টায় দিনটি উপলক্ষে শহরের শেহলাবুনিয়া প্রধান গির্জা সেন্ট পলস ক্যাথলিক চার্চে বড়দিনের প্রার্থনায় যোগ দিতে স্বাস্থ্যবিধি মেনে সমাবেত হন ভক্তরা। 

ফুল সহ নানান রংয়ের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয়েছে গির্জার উপাসনালয়।  

এসময় বড়দিনের উৎসবে যোগ দিতে প্রধান গির্জায় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও ইউএনও কমলেশ মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, গির্জার প্রধান পালক পুরোহিত ডানিয়েল মন্ডল ও ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা।

আগামীনিউজ/ হাসান