গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অনুপ্রেরণা যুব সংঘ ও পাঠাগার।
শনিবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে অনুপ্রেরণা যুব সংঘ ও পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ওই এলাকার অর্ধশতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেয়া হয়।
অনুপ্রেরণা যুব সংঘ ও পাঠাগারের দেয়া কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে ৭৫ বছর বয়সী পশ্চিম বেলকা গ্রামের আমিরান বেওয়া বলেন, ‘খ্যাতা নাই, বিছনা নাই। হামার কষ্টের শ্যাষ নাই। যে জার পচ্ছে, খুব কষ্ট করি থাকি। কম্বলটা দিয়া হামরা একনা আরামে নিন্দ পাইরব্যার পামো।’
আমিরান বেওয়ার মতো অসহায় দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মালেকা বেওয়া বলেন, ‘এই জারত কম্বলখ্যান পায়া খুব উপকার হইল বাবা। কয় দিন থাকি জারত হাত-পা হিয়াল হয়া আইসে। যাই হামাক কম্বল দিছে, আল্লাহ তাক যুগ যুগ ধরি বাঁচে রাখুক।’
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য আবু রায়হান তারা, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু দাউদ, পাঠাগারের সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি মোহাম্মদ আলী সুমন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, অর্থ সম্পাদক হাফেজ ইয়াসিন আলী সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত সানী উজ্জল, প্রচার সম্পাদক রওশন আলম, সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলামসহ যুব সংঘ ও পাঠাগারের সদস্যগণ।
আগামীনিউজ/নাসির