কুষ্টিয়া দুর্বাচারার শহীদ স্মৃতিসৌধ

কুষ্টিয়া প্রতিনিধি ডিসেম্বর ২৩, ২০২১, ১১:৪৭ এএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার সদর উপজেলার দুর্বাচারা গ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ। দুর্বাচারা শহীদ মুক্তিযোদ্ধের কবরস্থান নামে পরিচিত। এখানে ঘুমিয়ে রয়েছে  জাতির ৭ শ্রেষ্ঠ সন্তান। গ্রামের মানুষ অনেকেই জানেন না এই ৭ জন বীর শহীদের সম্পকে, বিশেষ করে তরুণ সমাজ।

মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, আর মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা পূর্বক কুষ্টিয়ার জেলা পরিষদের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য স্মৃতিসৌধ।

জায়গাটি স্থানীয় এলাকাবাসীর মাঝে পর্যটক স্থানে পরিণত হয়েছে। 

এই জায়গাটি অনেক অবহেলিত ছিল দির্ঘ দিন ,সংস্কার  এব অভাবে। তবে মাননীয়  প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা ক্ষমতাই আসার পরে নতুন করে সংস্কার করেছেন।

কবরস্থানের পাশেই রয়েছে, বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ,উজানগ্রাম ইউপি কমান্ডার কার্যালয়। বেশিরভাগ মানুষই জানে না, এই ৭ বীর শহীদের জীবনী।  কোথায় কিভাবে শহীদ হয়েছে ? তাই জেলা প্রসাশক মহাদয়ের নিকট আকুল আবেদন, জাতির এই বীর সন্তানদের স্মৃতি সম্বল উজানগ্রাম ইউপি কমান্ডে সংরক্ষন করা হোক। যেনো এলাকার মানুষ ও তরুণ সমাজ  সঠিকভাবে  জাতির বীর সন্তানদের সম্পর্কে জানতে পারে। 

স্থানীয় তরুণ সমাজের দাবি উঠেছে নিহত ৭ শহীদ পরিবারের বিস্তারিত জীবনবৃত্তান্ত নামফলক আকারে এখানে উপস্থাপন করা হোক।

আগামীনিউজ/ হাসান