ঘাট এলাকায় ১২ কি.মি. যানজট

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি ডিসেম্বর ২৩, ২০২১, ১০:২৭ এএম
ফাইল ছবি

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘনকুয়াশায় গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কপোরেশন( বিআইডব্লিউটিসি) আরিচা অফিস সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘনকুশার ঘনত্ব বাড়তে থাকলে এনৌ-রুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর ঘনকুয়ার ঘনত্ব কমতে থাকলে এ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফলে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

ফেরি পারাপারের অপেক্ষায় থাকা বাস কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলী পর্যন্ত ৯ কিলোমিটার ও ঢাকা-আরিচা উথলীর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার মোট ১২কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। এ সময় ফেরি পারাপারে যাত্রীদেরকে পাটুরিয়া ঘাট এলাকায় এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। 

ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী সোহাগ বাসের যাত্রী আমেনা আক্তার, মনিকা আক্তার ও সিহাব হোসেন জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাসে ওঠে রাত সোয়া ১২টার দিকে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েন। ঘনকুয়াশার কারনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরিতে ওঠতে পারেননি। এরকম প্রায় ৯বাস ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় ঘাটে এলাকায় রয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান,  পাটুরিয়া -দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়ায় গতকাল বুধবার ১২টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল ১০ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  এ কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আগামীনিউজ/ হাসান