মিঠাপুকুরে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য তৈরির দায়ে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, রংপুর ডিসেম্বর ২২, ২০২১, ০৮:১৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অনুমোদনহীন ভেজাল খাদ্য তৈরি বন্ধে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এসময় বিএসটিআইয়ের অনুমোদনহীন ভেজাল খাদ্য তৈরির দায়ে নিউ সার্ভিস হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে নিউ কল্পনা হোটেল কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীনিউজ/এসএস