নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীনদের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২১, ০৪:৫৪ পিএম
ছবিঃ আগামীনিউজ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে চরাঞ্চলে ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ, নদী ভাঙন রোধ, বহিরাগত ভূমিদস্যুতা বন্ধের দাবীতে উপজেলার পূর্ব চরবাটার ছমিরহাট ভূমিহীন সমিতির আয়োজনে ভূমিহীনদের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে পূর্ব চরবাটা ইউনিয়নের চর নাঙ্গলীয়া গ্রামে এসলাম মার্কেট এলাকায় এ সন্মেলন অনুষ্ঠিত হয়।

চর নাঙ্গলীয়া ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মো.গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ ভূমিহীন সম্মেলনে অংশগ্রহণ করেন। আঞ্চলিক ভূমিহীন কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সভাপতি মো.গিয়াস উদ্দিন, ভূমিহীন তাহেরা বেগম,অলি উদ্দিন, অজিফা খাতুন, ইব্রাহীম খলিল প্রমূখ।

বহিরাগত ভূমিদস্যুদের আগ্রাসন থেকে নিরীহ ভূমিহীনদের রক্ষা, ভূমিদস্যু নামে বেনামে বিভিন্ন রকম কাগজ পত্র তৈরি করে আমাদের ভূমির অধিকার থেকে বঞ্চিত করার অপকৌশল বন্ধ করা, আমাদের বসত-বাড়ি ও কৃষি জমি বিগত ২০০৫ সালে জরীপকৃত আমাদের দখলীয় ভূমি বন্দোবস্ত দেওয়া, মেঘনার ভাঙন থেকে আমাদের ফসলি ভূমি ও বসতঘর রক্ষা করার জন্য সম্মেলন থেকে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। 

ভুক্তভোগী ভূমিহীনরা জানান, বিগত ২০১৫ সালে ঈ.উ.ঝ.চ জরিপ করে দাগ নাম্বার লিখে দেয় এবং বন্দোবস্ত দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু কিছুদিন পর বিভিন্ন লোক মুখে জানতে পারি যে, ভূমিদস্যুগণ ঈ.উ.ঝ.চ এর বিরুদ্ধে মামলা করে। ভূমিহীনগণ সমিতির মাধ্যমে নিজেরা করি সংস্থার সহযোগিতায় উক্ত মামলা চুড়ান্ত প্রতিবেদন করিয়ে মামলা বাতিল করাই আমরা। ভূমিদস্যুগণ থেমে থাকেনি আবারো বিভিন্ন রকম হুমকি দিয়ে যাচ্ছে। ভূমিহীনদের দাবি ভূমিদস্যুদের জাল দলিল ও ভূয়া রেকর্ড পত্র বাতিল করে প্রকৃত ভূমিহীনদেরকে বন্দোবস্তের ব্যবস্থা করলে ভূমিদস্যুরা আর হয়রানি করতে পারবে না।

আগামীনিউজ/নাসির