শ্রীপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, ৫ প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

গাজীপুর প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২১, ০৩:৩৫ পিএম
ফাইল ছবি

গাজীপুরঃ জেলার শ্রীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন চেয়ারম্যান ও দুই সদস্য প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদেরকে নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক এবং তেলিহাটি ও গাজীপুর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আল নোমান। 

কারণ দর্শানো নোটিশ নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন, প্রহ্লাদপুর ইউনিয়নে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আকন্দ, বরমী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন (আনারস প্রতীক), গাজীপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক মাদবর (ঘোড়া প্রতীক), তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৭নং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী আবু হানিফ (ফুটবল প্রতীক) এবং একই ইউনিয়নের ৬নং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী মোশারফ হোসেন (মোরগ প্রতীক)।

প্রহ্লাদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, গত সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচনী প্রচারনার সময় প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম আকন্দ স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তার এ বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। যা, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার লংঘন। 

অপর রিটার্নিং কর্মকর্তা আল নোমান বলেন, গত সোমবার (২০ ডিসেম্বর) গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক মাদবর (ঘোড়া প্রতীক) জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৭নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী আবু হানিফ এবং ৬নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী মোশারফ হোসেন প্রতীক বরাদ্দের পর শ্রীপুর উপজেলা পরিষদ হল রুম চত্বরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে শো ডাউন ও মিছিল করেছেন। যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

আগামীনিউজ/নাসির