কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থী নিয়ে বিব্রত আ.লীগ ও নৌকার প্রার্থীরা

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২১, ০৫:৩১ পিএম
ছবি: আগামী নিউজ

পটুয়াখালী: কলাপাড়ায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি ইউনিয়নের তিনটিতেই নিজ দলের শক্ত বিদ্রোহী  প্রার্থী থাকায় ভোটের মাঠে নৌকার প্রার্থীরা বিব্রতবোধ করছে। নৌকার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহীরা (স্বতন্ত্র) বিএনপির ব্যানার না থাকলেও (স্বতন্ত্র) প্রার্থী থাকায় এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) দলের পক্ষ থেকে প্রার্থিতা দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

ভোটের মাঠে স্বদলীয় নেতা কর্মীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচনীয় মাঠে এখন আওয়ামীলীগের প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ। 

তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে চাকামইয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন হুমায়ুন কবির (কেরামত), তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন মো: মকবুল হোসেন তফাদার (আনারস)। টিয়াখালী ইউনিয়নে নৌকা নিয়ে আছেন সৈয়দ মশিউর রহমান (শিমু), তার প্রতিদ্বন্দ্বী মো: মাহামুদুল হাসান সুজন মোল্লার (আনারস)। নীলগঞ্জ ইউনিয়নে নৌকা পেয়েছেন বাবুল মিয়া, তার প্রতিদ্বন্ধী হিসেবে আছেন নাসির উদ্দিন বিপ্লব (আনারস)।

স্থানীয় সূত্র ও সরেজমিনে ঘুরে দেখা যায়, এই নির্বাচন ঘিরে উত্তেজনা কোনো অংশেই কম নয়। কারণ, প্রচারণার সময় প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, প্রার্থীর ওপর হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ নির্বাচনকে কেন্দ্র করে নির্ঘুম রাত কাটচ্ছেন চেয়ারম্যান , সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা। শীতকে উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটাদের দ্বারে দ্বারে।

প্রতিদিন দুপুর থেকে মাইকে প্রচারনা, ফেসটুন,ব্যানার, পোষ্টার ও লিফলেটে ছেয়ে গেছে ইউপি এলাকায়। চায়ের স্টল হোটেল-রেষ্টুরেন্টে এ নির্বাচন নিয়ে চলছে ভোটার ও সাধারন মানুষদের মধ্যে কথাবার্তা। এখানকার ভোটদের মধ্যে আনন্দ উল্যাস থাকলে তার মধ্যে রয়েছেও উদ্বেগ-উৎকন্ঠায় বিরাজ করছে। সবার মধ্যে একটি আতঙ্ক  কাজ করছে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কিনা। নির্বাচন সুষ্টু হবে কি না?, ভোট সুষ্ট ও নিরপক্ষ  নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। সঠিক ভাবে ভোট হবে তো? প্রশাসনের দৃষ্টি নিরপেক্ষ থাকবে তো? নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন ভোটারদের আশ্বস্ত করছেন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের।

এনিয়ে আতঙ্কের কমতি নেই সরকার বিরোধী ভোটার, চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে। কোনো কোনো প্রার্থীর সমর্থকেরা বলেছেন, তাদের এজেন্টদের সামনে ভোট দিতে হবে। আবার কেই গোপনে ব্যালটেই ভোট দেয়ার কথা বলছেন। এ নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখছেন।

এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ছে। চায়ের দোকান ও হাটবাজারে চলছে নির্বাচনী আলোচনা। কেউব বলছেন পুর্বের স্টাইলের নির্বাচন আবার কেউ স্বপ্ন দেখছেন শান্তিপূর্ণ নির্বাচনের। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নৌকা, পাখা, ঘোড়া ও আনারস মার্কার প্রচার-প্রচারণা চলছে সমানতালে।

টিয়াখালী এবং চাকামইয়া ইউনিয়নে নিবার্চন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতা বেড়েই চলছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারাস মার্কার মো: মাহামুদুল হাসান সুজন মোল্লার নির্বাচনী প্রচার ও প্রচারনা নৌকা মাকার্র চেয়ারম্যান প্রাথী সৈয়দ মশিউর রহমান শিমুর সমর্থকদের রক্তাক্ত ও জখম করেছেন। তফসিল ঘোষনার পর থেকে প্রতিদিনই আনারাস মার্কার স্বতন্ত্র প্রার্থী মো: মাহামুদুল হাসান সুজন মোল্লার কর্মীদের মারধর করে যাচ্ছে নৌকা মাকার্র প্রাথী সৈয়দ মশিউর রহমান শিমুর ক্যাডার বাহিনীরা। চাকামইয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হুমায়ুন কবির কেরামত ক্যাডার বাহিনীরা দা-রামদা নিয়ে হামলা করে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মজিবর ফকিরের মোটর সাইকেলের এবং তার কর্মীবাহিনী ওপর হামলা চালায়। এভাবে একের পর এক প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,  প্রার্থীর ওপর হামলা ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: মাহামুদুল হাসান সুজন মোল্লা, মো: মকবুল হোসেন দফাদার ও  নাসির উদ্দিন বিপ্লব সাংবাদিকদের জানায়, নেতাকর্মী ও সাধারণ মানুষ পরিবর্তন চায়। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে আশা করি ২৬ ডিসেম্বর সুন্দর নির্বাচন হবে। এই নির্বাচনে টিয়াখালী ও চাকামইয়া ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। শুধু মাত্র নীলগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: আবদুর রশিদ গনমাধ্যমকে বলেন, ইভিএম ও ব্যালটের মাধ্যমে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেয়ার জন্য আমরা সর্বান্তকরনে কাজ করছি।

আগামীনিউজ/ হাসান