মধুখালীতে গুনীজন সংবর্ধনা ও পাঠাগার উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২১, ০৫:১১ পিএম
ছবি: আগামী নিউজ

ফরিদপুর: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডুমাইন ইউনিয়ন সম্মিলিত পরিষদ কর্তৃক আয়োজিত ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পাঠাগার উদ্বোধন এবং গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে প্রধান সমন্বকারী মোঃ তারিকুল ইসলাম সবুজের সার্বিক সত্তাবধানে ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমিতির খেলার মাঠে  ১১টি সমাজসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত ডুমাইন ইউনিয়ন সম্মিলিত পরিষদের সভাপতি তাপস বৈরাগীর সভাপতিত্বে উপজেলা  বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শরিফুল ইসলাম ও এ্যাড.মাহবুবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী বাচ্চু।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গির হোসেন, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের বিভাগের প্রধান ডা. পিযূষ বিশ্বাস, অধ্যাপক রোকেয়া বেগম, ডুমাইন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, সাবেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম ভুইয়া, শফিকুল হক, আকবর আলী শেখ, আব্দুল কুদ্দুস, মোঃ আলী জিন্নাহ, প্রভাষ চন্দ্র মন্ডল, হাসান উদ্দীন বিশ্বাস, শেখ তৌফিক জনি, শেখ তমিজুর রহমান, তোফায়েল আহম্মেদ, নাসিরউদ্দীন মিন্টু, হাবিবুর রহমান, মেহরাব হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে ডুমাইন ইউনিয়নের শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পাঠাগার উদ্বোধন এবং গুনীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আলোচনা ও সংবর্ধনা পরবর্তী  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

আগামীনিউজ/ হাসান