যশোর: জেলার বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, তিনটি বার্মিজ চাকু ও একটি ম্যাগজিনসহ চিহ্নিত ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
রোববার (১৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে বেনাপোলের কাগজপুকুর গ্রাম থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো- যশোরের শার্শা উপজেলার পান্থপাড়া গ্রামের বাবুর দুই ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) ও বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আজগর আলীর ছেলে নুরনবী (২২)।
ডিবির ওসি রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর- বুজতলাগামী পাঁকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়। পরে নুরনবীর কাছ থেকে বিদেশী পিস্তল ও অপর তিনজনের কাছ থেকে একটি করে বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। তারা বিভিন্ন ধরণের অপরাধের সাথে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার সকালে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
আগামীনিউজ/ হাসান