বাগেরহাট: রামপালে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিসব-২০২১ উদযাপন করা হয়েছে ৷ দিবসটি উপলক্ষ্যে বুধবার রাত থেকে বর্নিল আলোকসজ্জায় সেজে ওঠে উপজেলা পরিষদ, শহীদ মিনার সহ গুরুত্বপূর্ন অবকাঠামো ৷
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয় ৷ পরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন ৷
এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচীর আয়োজন করা হয় ৷
সভায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোল্যা আঃ রউফ, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল, রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ৷
১৯৭১ সালের এই দিনে বহু আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার পরশ পেয়েছিল বাঙালি জাতি। এবার বিজয়ের পঞ্চাশ তম বর্ষে পদার্পন করেছে বাংলাদেশ৷ বিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় দেশব্যাপী 'বিজয়ের সূবর্নজয়ন্তী ও মুজিববর্ষের শপথ' অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের অংশগ্রহনের প্রস্তুতি ও সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ৷
আগামীনিউজ/ হাসান