মঠবাড়িয়ায় ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ডিসেম্বর ১৩, ২০২১, ০৬:১৩ পিএম
ছবি: আগামী নিউজ

পিরোজপুর: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় অবহিত করণ ও পরিকল্পণা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ ক্যম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান। 

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহকারি স্বাস্থ্য পরিদর্শকের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও আনসার ভিডিপি সদস্যরা অংশ গ্রহন করেন। এসময়  ডাঃ চঞ্চল গোলদার প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও চালিয়ে ভিটামিন সম্পর্কে সার্বিক গুণাগুন তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. ইউনুস মিয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, স্বাস্থ্য পরিচালক ইনচার্জ গৌরাঙ্গ কুমার শীল, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের পুরোহিত দ্বীপংকর চক্রবর্তী, প্রধান শিক্ষক সুমন হালদার, ওয়ার্ড আনসার ভিডিপি কমান্ডার মো. আলমগীর হোসেন প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শারিরীক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বেড়ে উঠতে সাহায্য করে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি সকল অভিভাবকদের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক বা কেন্দ্রগুলোতে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান।

আগামীনিউজ/ হাসান