সাদুল্লাপুরে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

সাদুল্লাপুর প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০২১, ০৩:৪০ পিএম
ছবিঃ আগামীনিউজ

গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ধাপের হাটের  সবুজ সার বিতানের ডিলার আলহাজ্ব শফিয়ার রহমানের ২০ হাজার টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইফুর রহমান এ দন্ড প্রদান করেন।

তিনি বলেন, সবুজ সার বিতান তিনটি অপরাধ করেছে ,অপরাধ  তিনটি হলো উচ্চ  মূল্যে সার বিক্রি,অবৈধভাবে সার আমদানী ও পাচার, ক্যাশ ম্যামো ছাড়াই সার বিক্রি। ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর ৪০ধারায় সার্বিক বিবেচনায় তাকে এ দন্ড করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুল আলম বসনীয়,আবুল কালাম আজাদ,ও  উপ সহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান।

এসময় উপজেলা কৃষি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষকদের উদ্দেশ্য বলেন,উচ্চ মূল্যে সার বিক্রি করলে আপনারা সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করবেন।বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও উৎপাদন খরচ কমাতে কৃষকদের  সারে ভর্তুকি প্রদান করছেন। এতে কিছু কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায়  ফেলানোর পায়তারা করছেন।প্রকৃত পক্ষে সারের কোন সংকট নেই।

আগামীনিউজ/নাসির