গাজীপুরঃ জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনে ওই স্কুলের ৬টি কক্ষ পুড়ে গেছে।
শনিবার(১১ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। অগ্নিকাণ্ডের সময় ওই স্কুলে কেউ ছিল না। আগুনে স্কুলের ৬টি কক্ষ পুড়ে গেছে।সকাল থেকেই শ্রেণী কক্ষের দরজা জানালা খোলা ছিল । তাছাড়া সকাল থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী জানান,আগুনে স্কুলের টিনশেডের বিল্ডিং এর ৬টি কক্ষ পুড়ে গেছে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। আগুনে টিনশেডের ওই স্কুলের ৬টি কক্ষ পুড়ে গেছে। আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।আগুন লাগার সময স্কুলের দরজা জানালা খোলা থাকায় ধারণা করা হচ্ছে, বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে । তবে ক্ষতির পরিমাণ তদন্তের সাপেক্ষে বলা যাবে।
আগামীনিউজ/এসএস