ভূমিদস্যুদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান, ৪ একর বনভূমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২১, ০৫:০১ পিএম
ছবি: আগামী নিউজ

কক্সবাজার: ঝুপড়ি বসতি তুলে দখলের চেষ্টা করা প্রায় ৪ (চার) একর বনভূমি উদ্ধার করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিট। এসময় ১টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াক্যং রেঞ্জের আওতাধীন শামলাপুর বনবিট এলাকায় শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ উপজেলার হোয়াক্যং রেঞ্জের শামলাপুর বিট অফিসার কেবিএম ফেরদৌস তথ্য জানান।

কেবিএম জানান, বেশ কয়েকদিন ধরে স্থানীয় কিছু বনদস্যু শামলাপুর বিটের হোয়াইক্যং ঢালার সুফল বনায়ন এলাকায় বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। এ খবর পেয়ে শনিবার সকাল থেকে শামলাপুর বনবিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৪ একর বনভূমি উদ্ধার করা হয়।

অভিযানে শামলাপুর বিট অফিসার কেবিএম ফেরদৌস, বিট অফিসের স্টাফ রফিকসহ, সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।

শামলাপুর বিট অফিসার কেবিএম ফেরদৌস আরও বলেন, বনভূমি ধ্বংস করার মানসে ভূমিদস্যুরা দিন দিন বনভূমিতে অবৈধ স্থাপনা তৈরি করছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় বনকে ধ্বংস করা যাবে না।

আগামীনিউজ/ হাসান