ময়মনসিংহ: জেলার সদর উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আলী আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)।
স্থানীয়রা জানায়, স্থানীয় একটি মসজিদের কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। আজ দুপুর ১২টার দিকে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন। এসময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন এসে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান। তাকে বাঁচাতে ভাই শফিকুল ইসলাম ও স্থানীয়রা ছুটে এলে তাদেরও আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যান। আর শফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন রাত ৯টার দিকে সফিকুলও মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আগামীনিউজ/ হাসান