মানিকগঞ্জ: জেলার হরিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শরীফ ফেরদৌস ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. আওলাদ হোসেন এ কমিটি অনুমোদন দেন।
নবগঠিত হরিরামপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক পদে নিরব আহম্মেদ চুন্নু এবং সদস্য সচিব পদে মো. ইমরান হোসেন মনোনীত হয়েছেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলীম আহম্মেদ সানি, যুগ্ম আহ্বায়ক পদে মো. নাজমুল হাসান, মো. জাফর আহম্মেদ, মো. হারুনার রশিদ, মো. হেলাল উদ্দিন মোল্লা, নুরুল ইসলাম সায়েম, মো. হায়দার আলী, মো. লাল মিয়া, মো. আমির হোসেন মিলু মনোনীত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেখ মাহমুদ রাদিম, মো. রুহুল আমিন, মো. ফারুক হোসেন, মো. সাব্বির আহম্মেদ লিটন, ময়েজী হাসান অপু, মো. জাহিদ হোসেন, মো. শফিকুল হক মুক্তা, মো. আনোয়ার হোসেন, মো. আরিফ দেওয়ান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল আলিম মিয়া, মো. রিপন হোসেন, মো. মাহবুব আলম, মো. আবুল কালাম আজাদ, মো. লিটন মৃধা, মো. সোহেল বিশ্বাস, মো. মোল্লা কামরুল ইসলাম, রাইছুল ইসলাম বাকের, জনি প্রামানিক ও মো. রাজ্জাক।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আওলাদ হোসেন বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ দলীয় বিভিন্ন আন্দোলনকে বেগবান করতে হরিরামপুর উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয়েছে।"
আগামীনিউজ/ হাসান