দুই বাসের চাপে পরিবহন শ্রমিকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২১, ০৫:২৮ পিএম
ফাইল ছবি

নেত্রকোণা: দুই বাসের মাঝে চাপা পড়ে খুরশেদ আলম (৪০) নামের এক পরিবহন শ্রমিক মারা গেছে। 

রোববার দুপুরে শহরের পারলা বাসস্ট্রেন্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত খুরশেদ আলম (৪০) শাহ্ জালাল পরিবহণের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মুগলতলা গ্রামের ঈমাম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার সময় সিয়াম-শারমিন পরিবহণের একটি বাস বাসস্ট্যান্ডের প্রবেশের সময় শাহ্ জালাল পরিবহণের একটি বাস নেত্রকোণা পারলা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য বের হতে চাইলে দুটির বাসের চিপায় পড়ে পরিবহন শ্রমিক খুরশেদ আলম গুরুত্বর আহত হন। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির স্বজনদের খবর দেয়া হয়েছে। তার মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আগামীনিউজ/ হাসান