রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে আমিরুল ইসলাম মিয়া। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি।
গতকাল শনিবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, ৫ম ধাপের ইউপি নির্বাচনের জন্য কলিমহর ইউপির নৌকার মাঝি করা হয়েছে ইউপির সাবেক চেয়ারম্যানের স্ত্রী মোছাঃ বিলকিছ বানুকে। এর পর থেকেই ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীরা আমিরুল ইসলাম মিয়ার বাসার সামনে ভিড় করতে শুরু করে এবং সে যেন কোন ভাবেই প্রার্থীতা প্রত্যাহার না করে জনগনের এবং এলাকার নেতাকর্মীদের অধিকার আদায়ে নির্বাচন করেন এই দাবি জানান। এছাড়াও তিনি নির্বাচন না করলে তার বাসার সামনে থেকে কেউ যাবে না বলেও শ্লোগান দিতে থাকেন।
এই বিষয়ে বেশকিছু নেতাকর্মীর এই প্রতিবেদককে বলেন, আমরা বিগত বছরগুলোতে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং সবাই এক হয়ে নির্বাচন করে আওয়ামীলীগের প্রার্থীকে জয়ী করেছি, তাতে আমাদের কি উপকার হয়েছে বলেন? ঘুরে দেখেন আমাদের ইউনিয়নের রাস্তাঘাটের কি অবস্থা। মানুষের আসলে নৌকার উপর বিশ্বাস আছে, কিন্তু যাদের নৌকা দেয়া হচ্ছে তাদের উপর আস্থা নাই। তাই আমরা চাই আমিরুল ভাই নির্বাচন করুন। ইনশাল্লাহ আমরাই জয়ী হবো। আমি আমিরুল ভাইকে ভোট দেয়া মানেই নৌকায় ভোট দেয়া মনে করবো। কারণ এই ইউনিয়নে তিনিই একমাত্র ব্যাক্তি যে সারাটা জীবন দলীয় নেতাকর্মী এবং সাধারন জনগনের কথা ভেবেছেন এবং তাদের জন্য কাজ করেছেন।
এছাড়াও এলাকার সাধারণ জনগনের সাথে কথা হয় এই প্রতিবেদকের, তারা জানান আমিরুল মিয়া একজন ভাল লোক, সে চেয়ারম্যান হলে এলাকার মানুষের জন্য ভাল হবে, এলাকার উন্নয়ন বৃদ্ধি পাবে বলেও আশা করেন সবাই। বিগত বছরগুলোতে এলাকার এক বিন্দু উন্নয়ন হয় নাই বলে অনেকেই দাবি করেন।
এই বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম মিয়া বলেন, দীর্ঘদিন যাবত আমি এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। কোনভাবেই আমি দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু করিনি। কিন্তু আমার এলাকার মানুষের এবং দলীয় নেতাকর্মীদের চাওয়ায় আমি নির্বাচন করতে চাচ্ছি। তবে আমার দলীয় নেত্রী শেখ হাসিনা এবং আমার দল আওয়ামীলীগের উপর আমার আস্থা এবং ভালবাসা এক বিন্দু পরিমাণ ও কমবে না। আশা করি আমি জয়ী হবই এবং দলের ভাবমূর্তী কোনভাবেই নষ্ট হতে দিবো না। বিএনপি জামাত যেন কোনভাবেই আমার এলাকায় ক্ষমতায় এসে এলাকায় আবার অরাজকতা না করতে পারে এইজন্য সোচ্চার আছি। তাছাড়াও বিগত বছরগুলোতে আমার এলাকার অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে যেভাবে নিবেদিত করে রেখেছিলাম বাকি দিনগুলো ও রাখবো।
আগামীনিউজ/এনইউ