জনসমুদ্রে পরিণত হলো মেম্বার প্রার্থীর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২১, ১১:৫৯ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোঃ হালিম মৃধার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ এই আলোচনা সভায় হাজারও মানুষের উপস্থিতিতে জনসভায় রুপান্তিত হয়েছে। এক কথায় আলোচনা সভা ও গনসংযোগটি জনসভায় পরিনত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় জামগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল নিয়ে কয়েক হাজার সমর্থক সভাস্থলে উপস্থিত হয়। এলাকার মুরুব্বিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

মোশারফ হোসেন মীরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বশির আহমেদ ভূঁইয়া, দেলোয়ার জমিদার ও বাইপাইল পাইকারি কাপরের নিউ মার্কেটের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন ভূঁইয়া। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বরলা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা জেলার ৫ বারের শ্রেষ্ঠ তরুণ করদাতা তানভীর আহমেদ রোমান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

উপস্থিত সকলে হাজী মোঃ হালিম মৃধার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে আসন্ন নির্বাচনে হাজী মোঃ হালিম মৃধার পক্ষে সবাইকে এক সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার জন্য সকলকে অনুরোধ করেন।

এ সময় মেম্বার প্রার্থী হালিম মৃধা বলেন, এই এলাকাটি হচ্ছে শিল্পঞ্চল এলাকা, এই আশুলিয়া ছিল একটি প্রত্যন্ত পাড়াগ্রাম। এই এলাকার মানুষ আগে অনেক কষ্টে দিনযাপন করতো। কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ এই এলাকায় এসে বসবাস শুরু করলে তাদের ঘিরে এলাকায় প্রচুর শিল্প কারখানা তৈরি হতে শুরু করে। এখন এলাকাটিকে শ্রমিকদের শিল্পাঞ্চল আশুলিয়া হিসেবে পরিচিতি লাভ করে। 

তিনি আরও বলেন, আমি মেম্বার হলে প্রথমে আমি আমার শ্রমিক ভাইদের নিয়ে চিন্তা করবো। আমার ওয়ার্ডের প্রত্যেকটা শ্রমিক ভাইদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াবো। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসায় ও উন্নতি করব। 

আগামীনিউজ/ হাসান