হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২১, ০৫:৩৯ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: সাভারের আশুলিয়ায় একটি হাঁসের খামারে ম্যানেজারকে বেঁধে মারধর করে বিষ দিয়ে প্রায় ২৫০ টি হাঁস মেরে ফেলছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে আশুলিয়ার গাজীরচট দরগারপাড় এলাকার রাশেদ ভুইয়ার খামারে এ ঘটনা ঘটে।

খামারের ম্যানেজার মোহাম্মদ মঞ্জুর বলেন, পুর্ব শত্রুতার জেরে দুপুর ১ টার দিকে খামারে জাহাঙ্গীর, বসির, ফারুকসহ  অজ্ঞাত দুই জন এসে আমার নিকট ১০টি হাঁস চায়। আমি হাঁস দিতে পারবো না বললে, তারা আমাকে  মারধর করে। এসময় আমি জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাই। পরে ফিরে এসে দেখি হাঁসগুলো মরে পড়ে আছে। আমি প্রায় ১ বছর ধরে সন্তানের মত হাঁসগুলোকে লালন করেছি। আমাকে মারধর করলে করুক, হাঁসগুলো মারলো কেন?

খামারের মালিক রাশেদ ভুঁইয়া বলেন, আমি প্রায় ১ বছর ধরে হাঁসগুলো পালন করছি। ডিম দেওয়া শুরু করেছিল হাঁস গুলো। প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ টি করে ডিম দিতো। অভিযুক্তরা গতকাল এসে হুমকি দিয়ে যায়। তাই আমি থানায় সাধারণ ডায়েরি করতে গিয়েছিলাম। পরে শুনি তারা আমার ম্যানেজারকে মেরে হাঁসগুলো মেরে ফেলে চলে যায়। আমার খামারে বেলজিয়াম ও খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস ছিল। প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। আমি এর সুষ্ঠু বিচার চাই।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দিলে ফরেনসিক রিপোর্ট আসার পরে আমরা ব্যবস্থা নেবো।

আগামীনিউজ/ হাসান