টাঙ্গাইলঃ জেলার কালিহাতী উপজেলায় বুরবুরা বিলে মাছ ধরতে এসে ট্রেনে কাটা পড়ে মারা যান বাদল (২৬) ও মানিক (২৫) নামের দুই বন্ধু। কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন চানু মিয়া নামের অপর এক সাথী । বিষয়টি নিশ্চিত করেছেন মধুপর উপজেলার মহিষমারা ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন ।
নিহত বাদল মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের জনৈক কুদ্রত আলীর ছেলে সে পেশায় একজন ভ্যানচালক। একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা নিহত মানিক সুরুজের ছেলে।
জানা যায়, বুধবার রাতে এলেঙ্গার পশ্চিমে ভাবলা বুরবুরা বিলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তারা ছয় জন। বাদল, মানিকের সাথী ছিলেন চানু, মজিদ, জিয়া ও আয়নাল।
আহত চানু জানান, বুধবার রাতে এলেঙ্গার পশ্চিমে ভাবলা বুরবুরা বিলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ী থেকে আমরা বের হই। মাছ ধরার বিলে পৌছানোর সময় বাদল, মানিককে পিছন থেকে অনুসরণ করে রেল লাইন ধরে হাঁটছেন। এমন সময় পিছন থেকে ট্রেন আসে। অন্যরা দ্রুত সরে গেলেও চোখের পলকে ট্রেন বাদলকে পিষে আর মানিককে ধাক্কা দিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর জানান, ঘটনা শোনার পর পরই আমরা ঘটনাস্থলে যাই। আমরা পৌঁছানোর আগেই স্বজনরা লাশ দুটি নিয়ে গেছে।
নিহতের পরিবার সূত্র জানা য়ায়, রাতেই তারা বাদলের খন্ডিত দেহের লাশসহ দুইজনের লাশ নিয়ে বাড়ি ফেরেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর স্থানীয় কবরস্থানে তাদের জানাজা শেষে দাফন সম্পন্নকরা হয় ।
আগামীনিউজ/নাসির