মেম্বার প্রার্থী হিসেবে রাজন ভূঁইয়ার আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২১, ০৭:৪৩ পিএম
রাজন ভূইয়া

ঢাকা: পঞ্চম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্য রাজন ভূইয়া। জনপ্রিয় এই নেতা স্থানীয়দের মতামতে মেম্বার প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বুধবার ৬নং ওয়ার্ডের এলাকাবাসীর ও গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে নির্বাচনের এ ঘোষণা দেন তিনি। 

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। মসজিদ-মাদ্রাসায তিনি সহায়তা করেছেন এবং একজন উদীয়মান যুব রাজনীতিবিদ হিসেবে। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। করোনার এই মহা দুর্যোগে তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে রেখেছেন সবসময়।

৬নং ওয়ার্ডের স্থানীয় সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, রাজন ভূইয়া তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। তাই উন্নয়ন করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়ারপুরের ৬নং ওয়ার্ডে আমরা তাকে মেম্বার হিসেবে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রাজন ভূঁইয়া বলেন, আমাদের এলাকাটা শিল্প অঞ্চল। এখানে অনেক শ্রমিকের বসবাস৷ সেই হিসাবে আমাদের এখানে কোনো উন্নয়নের ছোঁয়া পরেনি। আমি চাই মানুষের পাশে থাকতে। তরুণ হিসবে সবাই আমার পাশে আছে। এখন এলাকার মুরুব্বিদের কথায় আমাকেই সবাই চায়। সে জন্য তাদের কথা মত আমি প্রার্থী হয়েছি। আমি যদি দ্বায়িত্ব পাই ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডকে একটি রোল মডেলে তৈরি করবো।

আগামীনিউজ/এসআই