চেয়ারম্যান পদে মনোনয়ন কিনলেন মঞ্জু দেওয়ান

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩০, ২০২১, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়াম মোঃ মেহেদী হাসান মঞ্জু।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ইতিমধ্যে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেখানে সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন সহ ১১টি ইউনিয়নের নাম থাকলেও নেই ধামসোনা ইউনিয়ন পরিষদের নাম।

এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়াম মোঃ মেহেদী হাসান মঞ্জু বলেন, আমি রাজনৈতিক ব্যাক্তি হিসেবে জিরাবোবাসীর জন্য কাজ করেছি। এখন জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবার দায়িত্বটি কাঁধে তুলে নিতে চাই।

চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ভালোবেসে ও তার চেতনা বুকে ধারণ নিরলস পরিশ্রমের মাধ্যমে মুক্তিযোদ্ধ্যে স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালি করার লক্ষ্যে কাজ করবো, সেই সাথে যেখানেই বিএনপি-জামায়াতসহ স্বাধীনতার বিরোধী শক্তি বাধা হয়ে দাড়াবে, সেখান থেকেই প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলবো।

এ সময় তিনি আরও বলেন, এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক ব্যবসা সহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে ইউপি সদস্য, নেতাকর্মী সহ এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবো। এছাড়াও সমাজের মৌলিক সমস্যা নিরসনে সকলকে সাথে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন চান আমি ততদিন রাজনীতি করে যাবো। উনার হাতকে শক্তিশালী করার চেষ্টা সহ সাভার উপজেলা সহ শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুরকে একটি সচ্ছ সুন্দর মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করার পক্ষে কাজ করবো।

এ সময় তার সাথে আশুলিয়ার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান