ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নে রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
উপজেলার বড়বাড়ী ইউনিয়নে বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ও নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আকরাম আলী প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। নারী ভোটার উপস্থিতি পুরুষ ভোটারদের তুলনায় বেশি।
উপজেলার ৮ ইউনিয়নে ৭২ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। আট ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৪ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও ২৪০ জন সাধারণ ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলার ৮টি ইউনিয়নে ১ লাখ ৪৮ হাজার ১০২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন ও নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন।
আগামীনিউজ/ হাসান