সরকার গায়ের জোরে বেগম জিয়াকে বন্দী করে রেখেছে : রংপুরে রিজভী

নিজস্ব প্রতিবেদক, রংপুর নভেম্বর ২৬, ২০২১, ১১:৪৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  'সরকার গায়ের জোরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে।  যে মামলায় তাঁকে আসামী করা হয়েছে,  তার সাথে বেগম খালেদা জিয়ার বিন্দুমাত্র সস্পর্ক নেই। যিনি দেশকে ডাকাতদের কবল থেকে মুক্ত করেছেন, আজ তাঁকেই বে-আইনিভাবে বন্দী করা হয়েছে।'

শুক্রবার (২৬ নভেম্বর) মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নের চিলাখাল মাঠেরহাটে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  'এই সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে। এই সরকার জনগণের সম্পদ লুটপাট করছে। তারা জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে। এই অবৈধ সরকারকে ক্ষমতা খেকে উৎখাত করতে হবে।  এজন্য সবাইকে একযোগে  আন্দোলনে নামতে হবে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও মিঠাপুকুর উপজেলা বিএনপি নেতা মো. আনোয়ারুল ইসলাম নয়ন। পরিচালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক এমদাদুল হক।

এসময় বক্তব্য রাখেন- রংপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও মিঠাপুকুর উপজেলা আহ্বায়ক হযরত আলী, রংপুর জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে আজাদ শফিকুল, সদস্য সচিব রুবেল সাদী, মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান,  সদস্য সচিব সামছুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত  ছিলেন- রংপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আঃ কাদের জিলানী,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রওজার হোসেন লিখন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা,  সদস্য জাকির হোসেন,  তুষার সাহেব,  ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিওন,  তারেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আগামীনিউজ/শরিফ