চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম নভেম্বর ২৩, ২০২১, ১২:১৪ পিএম
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২৬টি বার ও ছয়টি গলানো পাতসহ প্রায় চার কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআই। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার মো. সোহেল (২৮) নামের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।  

শাহ আমানত বিমানবন্দর কাস্টম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. সোহেল দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তার বিষয়ে গোপন তথ্য থাকায় মালামাল তল্লাশি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে জব্দ করা হয় প্রায় চার কেজি ওজনের স্বর্ণ।

চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের যাত্রী মো. সোহেল অবৈধভাবে স্বর্ণগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে স্বর্ণের বার জব্দ ও সোহেলকে আটক করেছে।

আগামীনিউজ/বুরহান