মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ২১, ২০২১, ০২:১০ পিএম
ফাইল ছবি

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোবাব আলী গ্রামে শনিবার রাতে নাজমা আক্তার নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২১ নভেম্বর) সকালে তাঁর লাশ উদ্ধার করেন চরজব্বার থানা পুলিশ। 

নিহত নাজমা আক্তার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের করিম মোল্লার সমাজ এলাকার রবি আলমের মেয়ে। সেই মোহাম্মদপুর ইউনিয়নের ইসহাক মুন্সীর হাট এমএইচ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাশের বাড়িতে যাওয়ারকে কেন্দ্র করে গতকাল ( শনিবার)সন্ধ্যার দিকে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। রাত নয়টার দিকে তাঁর মা তার কোন সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকতে গেলে নিজ কক্ষের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান । তুচ্ছ ঘটনায় পরিবারের সদস্যদের অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।

নাজমা আক্তারের মা বিবি কুলসুম বলেন, পাশের বাড়িতে গিয়ে অন্য এক মহিলার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ায় তিনি বকা দিয়েছেন। এনিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে মেয়ে কেন আত্মহত্যা করেছে তিনি ধারণা করতে পারছেন না।

নাজমা আক্তারের বাবা রবি আলম বলেন, তিনি অন্যত্র খামারে কাজে ছিলেন। মোবাইল ফোনে মৃত্যুর সংবাদ শুনে তিনি বাড়ি এসেছেন। বাড়িতে এসে পাশের বাড়ির এক মহিলার সাথে ঝগড়ার বিষয়ে তিনি শুনেছেন। তবে তিনি এ ঘটনায় কাউকে সন্দেহ করছেন না বলেও জানান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আগামীনিউজ/ হাসান