জাতীয় উদ্যানে মেছোবাঘ অবমুক্ত করলো বনবিভাগ

কলাপাড়া (পটুয়াখালি) প্রতিনিধি নভেম্বর ২০, ২০২১, ০৫:৩৩ পিএম
ছবি: আগামী নিউজ

কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটা জাতীয় উদ্যানে শনিবার বিকেলে একটি মেছোবাঘ অবমুক্ত করেছে বনবিভাগ। 

শুক্রবার রাতে মেছোবাঘটি কলাপাড়ার বাদুরতলী এলাকায় স্থানীয়দের হাতে ধরা পড়ে। 

খবর পেয়ে কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আ: ছালাম মিয়ার নেতৃত্বে বনবিভাগের একটি দল মেছোবাঘটি শনিবার উদ্ধার করে।

শনিবার দুপুরের দিকে কুয়াকাটা জাতীয় উদ্যানে নিয়ে আসার পর বিকেলে বিকেলে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সেখানে অবমুক্ত করা হয়। এসময় কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আ: ছালাম মিয়াসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/ হাসান