কুড়িগ্রামে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলার কচাকটা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার শামছুল হকের ছেলে তাজুল ইসলাম (৩৭) ও তাজুল ইসলামের ছেলে নূর ইসলাম (১৮)।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব-১৩ এর শাপলা চত্ত্বর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার কচাকটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৬ গাঁজা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, আসামীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আগামীনিউজ/ হাসান