জলঢাকায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নভেম্বর ১৮, ২০২১, ০৮:৩৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

নীলফামারীঃ জেলার জলঢাকায় বৃহস্পতিবার “হোক সচেতনতা বিস্তার-চাই এন্টিবায়োটিক” এ শ্লোগানকে সামনে রেখে শহরের প্রধান প্রধান সড়কে দিবসটি পালনে এক বর্ণাঢ্য র‌্যালী করেছে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা।

র‌্যালী শেষে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. এএইচএম রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মেডিকেল অফিসার ডা. মেসবাহুর রহমান, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. রাশেদুল ইসলাম প্রমূখ।

বক্তব্যে ইউএইচও বলেন, মানুষ, পশুপাখি সবার শরীরেই অনুজীব বাস করে। অহেতুক এন্টিবায়োটিক প্রয়োগ করলে সমস্ত অনুজীব অধিকাংশ মারা যায়। এছাড়াও রেজিস্ট্যান্স জীবাণু তৈরীর কারণসহ নানান দিক উপস্থাপন করেন।

আগামীনিউজ/শরিফ